
বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে রোববার ২০ জুলাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বরিশালের বিভিন্ন উপজেলার রাস্তাঘাটের বেহাল দশা তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরকে এসব রাস্তা মেরামত করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি দেশের সকল জেলার ন্যায় বরিশাল নগরীর আমতলা মোড়ে ০৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় উপস্থিত সিভিল সার্জন জানান, নগরীর ডেঙ্গু ও করোনা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে। এসময় তিনি আরও জানান, সাধারণ মানুষের সেবাদানে ভবিষ্যতে নগরীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, বর্তমানে ক্রয়কৃত মশানাশক ওষুধ খুব কার্যকরী। নগরীতে ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক ছিঁটানোর জন্য ৬ টি ইমারজেন্সি টিম কাজ করছে। ফলে আগের তুলনায় এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। তিনি আরও জানান, নগরীর জলাবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু প্রতিরোধে যে কেউ তাদের অবগত করলে সেখানে তাদের ইমারজেন্সি টিম দ্রুত সাড়া দেবে।
সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ০৫ আগস্ট কে সামনে রেখে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেয়ালে সাধারণ শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন পরিদর্শন করেন।