
বিমান দুর্ঘটনায় রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকাস্থ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ‘শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থী’ নিহতের ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(২২ জুলাই) এক শোক বার্তায় মর্মান্তিক এ দূর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
শোক প্রকাশকারীরা হলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি এম এ কাশেম চৌধুরী, মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, প্রচার সম্পাদক ছালিক আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সিনিয়র সদস্য এম এ কাসেম, সিনিয়র সদস্য আবুল কালাম, সিনিয়র সদস্য আব্দুল কাদির জীবন, সদস্য শাহনুর সুলতান, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাস, ইমরানুল হাসান, নাসির মিয়া, মো: জাকির হোসেন, আহমেদ উসমান।