১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জজ সাহেব সহ, সরকারি সব অফিসাররা জানেন আমার চিকিৎসা সম্পর্কে কোন সমস্যা নাই

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামে চলছে অপচিকিৎসা। প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
দীর্ঘদিন ধরে ওই গ্রামে মিলন সরদার নামে এক যুবক চিকিৎসার নামে অপচিকিৎসা করে আসছেন। তিনি প্যারালাইসিস রোগীকে তেল মালিস করে মূহুর্তের মধ্যে ভালো করে তোলেন। তাছাড়া তিনি চটকদার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দিতে থাকেন। এসমস্ত চটকদার বিজ্ঞাপন দেখে দেশের দুরদুরান্ত থেকে লোকজন এই অপচিকিৎসা নিতে আসেন।
এলাকাবাসী সুত্রে জানাগেছে ওই অপচিকিৎসক এর আগে এলাকার বিভিন্ন হাট বাজার দাঁতের মাজন বিক্রি করতো। বর্তমানে সে প্যারালাইসিস রোগীর স্বজনদের নিকট থেকে চিকিৎসা বাবদ ২ হাজার টাকা ভিজিট এবং ১ মাসের মালিসের তেল বাবদ ১ হাজার টাকা নিয়ে থাকেন। প্রতিদিন তারকাছে অনেক রোগী এসে থাকে।
এবিষয়ে অপচিকিৎসক বা কবিরাজ মিলনের সাথে কথা হলে তিনি বলেন বাংলাদেশে প্যারালাইসিসের একমাত্র চিকিৎসক আমি মিলন কবিরাজ। আমি ছাড়া কোন চিকিৎসক নাই। প্রতিদিন আমার কাছে প্রচুর রোগী আসে আমি তাদের প্যারালাইসিস চিকিৎসা দিয়ে থাকি। আমি সরকারি সকল অফিসারের অনুমতি নিয়েই কাজ করছি। এখানে কেউ চাদাবাজি করতে পারবে না। মাগুরার জজ সাহেব ও আমাকে অনুমতি দিয়েছেন।
নড়াইলের জংগলগ্রাম থেকে আসা রোগী টুকু মিয়া,কালিয়ার হাড়িভাংগা গ্রামের ওয়াদুদ হোসেন,লোহাগড়ার সিংগা গ্রামের আজাদ শরীফ সহ অনেকে বলেন আমরা ফেজবুকের বিজ্ঞাপন দেখে গিয়েছিলাম। তেল মালিস করে আমাদের জোর করে হাটতে বলে। ওখানে কোনরকম একটু হাটি তারপর বাড়ি এসে যা তাই।
এঘটনায় লোহাগড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাতের সাথে কথা হলে তিনি বলেন চিকিৎসা বিজ্ঞানে এমন কোন চিকিৎসা নাই। এটি অপচিকিৎসা এর প্রতিরোধ করতে হবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বলেন ঘটনা এই মাত্র শুনেছি আমি আইনগত ব্যাবস্থা নিবো।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জজ সাহেব সহ, সরকারি সব অফিসাররা জানেন আমার চিকিৎসা সম্পর্কে কোন সমস্যা নাই

পোস্ট হয়েছেঃ ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামে চলছে অপচিকিৎসা। প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
দীর্ঘদিন ধরে ওই গ্রামে মিলন সরদার নামে এক যুবক চিকিৎসার নামে অপচিকিৎসা করে আসছেন। তিনি প্যারালাইসিস রোগীকে তেল মালিস করে মূহুর্তের মধ্যে ভালো করে তোলেন। তাছাড়া তিনি চটকদার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দিতে থাকেন। এসমস্ত চটকদার বিজ্ঞাপন দেখে দেশের দুরদুরান্ত থেকে লোকজন এই অপচিকিৎসা নিতে আসেন।
এলাকাবাসী সুত্রে জানাগেছে ওই অপচিকিৎসক এর আগে এলাকার বিভিন্ন হাট বাজার দাঁতের মাজন বিক্রি করতো। বর্তমানে সে প্যারালাইসিস রোগীর স্বজনদের নিকট থেকে চিকিৎসা বাবদ ২ হাজার টাকা ভিজিট এবং ১ মাসের মালিসের তেল বাবদ ১ হাজার টাকা নিয়ে থাকেন। প্রতিদিন তারকাছে অনেক রোগী এসে থাকে।
এবিষয়ে অপচিকিৎসক বা কবিরাজ মিলনের সাথে কথা হলে তিনি বলেন বাংলাদেশে প্যারালাইসিসের একমাত্র চিকিৎসক আমি মিলন কবিরাজ। আমি ছাড়া কোন চিকিৎসক নাই। প্রতিদিন আমার কাছে প্রচুর রোগী আসে আমি তাদের প্যারালাইসিস চিকিৎসা দিয়ে থাকি। আমি সরকারি সকল অফিসারের অনুমতি নিয়েই কাজ করছি। এখানে কেউ চাদাবাজি করতে পারবে না। মাগুরার জজ সাহেব ও আমাকে অনুমতি দিয়েছেন।
নড়াইলের জংগলগ্রাম থেকে আসা রোগী টুকু মিয়া,কালিয়ার হাড়িভাংগা গ্রামের ওয়াদুদ হোসেন,লোহাগড়ার সিংগা গ্রামের আজাদ শরীফ সহ অনেকে বলেন আমরা ফেজবুকের বিজ্ঞাপন দেখে গিয়েছিলাম। তেল মালিস করে আমাদের জোর করে হাটতে বলে। ওখানে কোনরকম একটু হাটি তারপর বাড়ি এসে যা তাই।
এঘটনায় লোহাগড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাতের সাথে কথা হলে তিনি বলেন চিকিৎসা বিজ্ঞানে এমন কোন চিকিৎসা নাই। এটি অপচিকিৎসা এর প্রতিরোধ করতে হবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বলেন ঘটনা এই মাত্র শুনেছি আমি আইনগত ব্যাবস্থা নিবো।