০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ী মনিরুল এর কাছে অসহায় গ্রামবাসী

,সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনা ইউনিয়নের নরিনা  উত্তর পাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুলের কাছে অসহায় হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। একাধিক এলাকাবাসী বলেন যুব সমাজকে ধ্বংস করছে গাঁজা।  মনিরুল ফ্যাসিবাদী সরকার আওয়ামীলীগ দলের সাথে জড়িত থাকা অবস্থা থেকেই  মনিরুল গ্রামের বিভিন্ন জায়গায়  বিভিন্নভাবে গাঁজা বিক্রি করে  মনিরুলের বিরুদ্ধে  গ্রামবাসীর পক্ষ থেকে গাজা বিক্রেতা মনিরুল ও তার সহকারীদের নামে উপজেলা ইউোনো মহোদয়ের কাছে অভিযোগ দেওয়া হয় মনিরুল এর বাবা দুলাল পরামানিক আমাদেরকে জানান আমার ছেলে মনিরুল গাজার ব্যবসা করে খায় আমি মানা করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এর আগে আমাকে মারধরও করছে।  মনিরুল এর বিষয়ে আমি উল্লাপাড়া সেনা ক্যাম্পে একটি অভিযোগ দেই ক্যাম্পে থেকে আমাকে জানানো হয় আপনি শাহজাদপুর থানার ওসির সাথে কথা বলেন। আমি ওসির কাছে আমার অসুস্থতার কারণে যেতে পারেনি। গাজা ব্যবসায়ী মনিরুলকে জিজ্ঞেস করলে  প্রথমে আমার  কাছে অস্বীকার করে কিছুক্ষণ পরে আমাকে  জানায় আমি উল্লাপাড়া থেকে এক ন্যাংড়ার কাছ থেকে সাড়ে ১২ গ্রাম ২৫ গ্রাম এভাবেই গাঁজা নিয়ে আসি বিক্রি করি খাই।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পলিথিন বর্জনে রুপান্তরের ব্যতিক্রমী উদ্যোগে খুশি পাথরঘাটার ব্যবসায়ীরা

মাদক ব্যবসায়ী মনিরুল এর কাছে অসহায় গ্রামবাসী

পোস্ট হয়েছেঃ ০৪:৩৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

,সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনা ইউনিয়নের নরিনা  উত্তর পাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুলের কাছে অসহায় হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। একাধিক এলাকাবাসী বলেন যুব সমাজকে ধ্বংস করছে গাঁজা।  মনিরুল ফ্যাসিবাদী সরকার আওয়ামীলীগ দলের সাথে জড়িত থাকা অবস্থা থেকেই  মনিরুল গ্রামের বিভিন্ন জায়গায়  বিভিন্নভাবে গাঁজা বিক্রি করে  মনিরুলের বিরুদ্ধে  গ্রামবাসীর পক্ষ থেকে গাজা বিক্রেতা মনিরুল ও তার সহকারীদের নামে উপজেলা ইউোনো মহোদয়ের কাছে অভিযোগ দেওয়া হয় মনিরুল এর বাবা দুলাল পরামানিক আমাদেরকে জানান আমার ছেলে মনিরুল গাজার ব্যবসা করে খায় আমি মানা করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এর আগে আমাকে মারধরও করছে।  মনিরুল এর বিষয়ে আমি উল্লাপাড়া সেনা ক্যাম্পে একটি অভিযোগ দেই ক্যাম্পে থেকে আমাকে জানানো হয় আপনি শাহজাদপুর থানার ওসির সাথে কথা বলেন। আমি ওসির কাছে আমার অসুস্থতার কারণে যেতে পারেনি। গাজা ব্যবসায়ী মনিরুলকে জিজ্ঞেস করলে  প্রথমে আমার  কাছে অস্বীকার করে কিছুক্ষণ পরে আমাকে  জানায় আমি উল্লাপাড়া থেকে এক ন্যাংড়ার কাছ থেকে সাড়ে ১২ গ্রাম ২৫ গ্রাম এভাবেই গাঁজা নিয়ে আসি বিক্রি করি খাই।