০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে ‎সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) মাস্টার রোলে চাকুরী করা শ্রমিকরা পরিচালকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। নতুন নীতিমালা বাতিল ও বৈষম্য দূরীকরণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
‎বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতরে এই বিক্ষোভ কর্মসূচি চলে।
‎এ সময় তারা প্রথমে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক এর অফিস কক্ষ অবরুদ্ধ করে এবং ডেইরির ভিতরের প্রধান সড়ক ও শাখা সড়কে বিভিন্ন স্লোগান তুলে  বিক্ষোভ মিছিল করে। মিছিলের একপর্যায়ে প্রতিষ্ঠানের প্রধান গেইট অবরুদ্ধ করে রাখে কিছুক্ষণ।
‎পরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ মিছিলটি শেষ করে। তবে শ্রমিকরা বলেন, ২০১৮ সালের নীতিমালা ২০২৫
এ পরিবর্তন করায় আগের চেয়ে  আর্থিক ও অন‍্যান‍্য সুবিধাদিতে ক্ষতিগ্রস্ত হবে তারা। তাই পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি করেন তারা। দাবি মেনে না নিলে পরবর্তীতে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেন তারা।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিদ্যালয় শতবর্ষে, শিক্ষার মানে ধস — উত্তরণের পথ খুঁজতে জরুরি অভিভাবক সমাবেশ

বিভিন্ন দাবিতে ‎সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ

পোস্ট হয়েছেঃ ১০:১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) মাস্টার রোলে চাকুরী করা শ্রমিকরা পরিচালকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। নতুন নীতিমালা বাতিল ও বৈষম্য দূরীকরণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
‎বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতরে এই বিক্ষোভ কর্মসূচি চলে।
‎এ সময় তারা প্রথমে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক এর অফিস কক্ষ অবরুদ্ধ করে এবং ডেইরির ভিতরের প্রধান সড়ক ও শাখা সড়কে বিভিন্ন স্লোগান তুলে  বিক্ষোভ মিছিল করে। মিছিলের একপর্যায়ে প্রতিষ্ঠানের প্রধান গেইট অবরুদ্ধ করে রাখে কিছুক্ষণ।
‎পরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ মিছিলটি শেষ করে। তবে শ্রমিকরা বলেন, ২০১৮ সালের নীতিমালা ২০২৫
এ পরিবর্তন করায় আগের চেয়ে  আর্থিক ও অন‍্যান‍্য সুবিধাদিতে ক্ষতিগ্রস্ত হবে তারা। তাই পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি করেন তারা। দাবি মেনে না নিলে পরবর্তীতে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেন তারা।