
ঢাকা সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২৬ শে জুলাই ২০২৫ শনিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশের জেলা ও উপজেলার ন্যায় কালাই উপজেলাতে ও ঢাকা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করে শপথ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুরশিদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন ও মহিলা বিষয়ক কর্মচারী এবং উপজেলা সমাজ সেবা অফিসের কর্মচারী এছাড়াও ভাতা ভোগি,ঋণগ্রহীতা, উপজেলার বিভিন্ন সংস্থার সভাপতি ও সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা সমন্বয়ক প্রতিনিধি ও সদস্য, শিক্ষার্থী, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে, উপজেলা সমাজসেবা অফিসার আজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এবং বিশেষ অতিথি সহকারী কমিশনার ( ভূমি ) কালাই জনাব ইফতেকার রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার ঋণ গ্রহীতা দের মাঝে ৪ লক্ষ ৯২ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।