
নওগাঁর পত্নীতলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার
আয়োজনে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত হয় শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলীমুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল ,জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আমিনুল হক,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, জুলাই যোদ্ধা, যুদ্ধাহত পরিবারের সদস্য, ছাত্র জনতাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ।