
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এই সভা হয়।সভায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি।
সভাপতিত্ব করেন জনাব সালে মুসা, সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুর পৌর বিএনপি। বক্তব্যে উঠে আসে দলীয় ঐক্য ও আন্দোলনের প্রস্তুতির তাগিদ
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের অব্যয়ক হারুন আকাশ বলেন,
“বর্তমান দুঃসহ রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। সরকারের ফ্যাসিবাদী শাসনের অবসান করতেই হবে।”
আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ রুস্তম আলী, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর পৌর বিএনপি।সভায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দও দলীয় অবস্থান তুলে ধরেন:
ছলিমাবাদ ইউনিয়নের, মো: বিল্লাল (মুক্তার) এবং মো: আমির হোসেন।
দেলোয়ার হোসেন সবুজ, পাহাড়িয়া কান্দি ইউনিয়ন বিএনপি:
“সরকার বিরোধী আন্দোলনে আমাদের ইউনিয়ন সর্বদা প্রস্তুত।” মোস্তাক মিয়া বলেন:
“দলের প্রতি আমাদের আস্থা অটুট, প্রয়োজনে জীবন দেব তবু আপস করব না।”
শাহাজালাল ইউনিয়ন কৃষক দলের সভাপতি বলেন:
“কৃষক আজ সর্বস্ব হারাচ্ছে, তার দায় সরকারকে নিতে হবে।”
বদিউল আলম, রূপসদী ইউনিয়ন ৪নং ওয়ার্ড:
“নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
রূপসদী ইউনিয়ন সভাপতি বলেন:
“স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি দিন দিন বাড়ছে।”
মাহমুদ আলম মোল্লা, ভূরভূরিয়া ইউনিয়ন:
“আন্দোলনে নেতাকর্মীদের ভয় দেখিয়ে থামানো যাবে না।”
আবু কালাম, ফরিদাবাদ ইউনিয়ন:
“আসন্ন গণঅভ্যুত্থানে ফরিদাবাদ সম্মুখ সারিতে থেকে ভূমিকা রাখবে।”
সভায় বক্তারা চলমান রাজনৈতিক সংকটে বিএনপির ভূমিকা আরও সুসংগঠিত ও সাহসী করে তোলার আহ্বান জানান। বক্তৃতাগুলোতে বারবার উঠে আসে ফ্যাসিবাদী সরকারের পতন, নিরপেক্ষ নির্বাচন ও দলের সাংগঠনিক জোরদারের প্রত্যয়। সভাটি বাঞ্ছারামপুরে বিএনপির রাজনৈতিক কর্মতৎপরতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।