
মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
চেঙ্গাকান্দি-গোলাপের চর দারুল কোরআন মাদ্রাসা ও কবরস্থান কমিটিসহ এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
শনিবার(২৬ জুলাই) বিকালে দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের সরকার বাড়ির রবি টাওয়ার সংলগ্ন এলাকায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মানববন্ধনে ধর্মপ্রাণ স্থানীয় মসজিদের ইমাম,মুসুল্লি, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার নারী- পুরুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি কুচক্রী মহলের যোগসাজশে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন জায়গা বন্দোবস্ত করে নেয়। তা জনকল্যাণে দ্রুত বাতিল করতে হবে। তারা অনতিবিলম্বে ভরাটকৃত জায়গা থেকে বালু অপসারণ করে পানি নিষ্কাশনের জনসাধারণ ও মুসল্লিদের চলাচলের উপযোগী পথ রাখার দাবি জানান।
স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক মো: শাহ আলম নামের একজন প্রতিবাদকারী বলেন, গফুর মিয়া নামক এক ব্যক্তি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার ব্যবহ্নত সরকারী জায়গা নিজ নামে লিজ নিয়ে আসায় মসজিদে নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লিসহ চরম দূর্ভোগে পড়েছে।এখানকার অধিকাংশ মুসলিম এ মসজিদে নামাজ আদায় করে। এখানকার মাদ্রাসা, কবরস্থানের পথ বন্ধ করে অশুভ চক্রটি জায়গাটি রাতের আঁধারে মাটি ভরাট করে দখলের পায়তারা করছে।
স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, মসজিদ মাদ্রাসা সংলগ্ন খাস জায়গা বন্দোবস্ত দেওয়া চলবে না। আমরা চাই এই বন্দোবস্ত বাতিল হোক।
জমিলা আক্তার নামে আরেকজন বলেন, জায়গাটি বালু দিয়ে ভরাট করায় জলাবদ্ধতা তৈরি করছে। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। তিনি দাবী করেন, দ্রুত বালু ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
পরে প্রতিবাদকারীরা বিক্ষোভ মিছিল করে দ্রুত মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের জায়গা ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ আরও উপস্থিত ছিলেন, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহাম্মেদ।
সদর উত্তর ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসাইন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাউসার আলম।