
জামালপুরের মেলান্দহে আদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি ২৬ জুলাই বিকেলে ইউনিয়ন বিএনপির কুঠের বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি এমপি পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মন্জুরুল কবির মন্জু, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আল হেলাল, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী,সহ বিএনপির অন্যান্য অঙ্গ, সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল,৬নং আদ্রা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতিদের নিকট সদস্য ফরম হস্তান্তর করেন। এছাড়া, বক্তারা দলীয় নেতাকর্মীদের নতুন সদস্য সংগ্রহের সময় বা সদস্য ফরম বিলির সময় সৎ, যোগ্য এবং দলীয় স্বার্থে কাজের মনোভাবাপন্ন ব্যক্তিদের গুরুত্ব প্রদানের আহ্বান জানান।