০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‎হরিপুরে জিংক ধানের পুষ্টিসমৃদ্ধ প্রচারে স্কুল সেনসিটাইজেসন অনুষ্ঠিত

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টের আওতায় ‘জিংক ধানের পুষ্টিসমৃদ্ধ প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৭ জুলাই) আরডিআরএস (RDRS-বাংলাদেশ) এর আয়োজনে ও মোজাম্মেল শেখ এর পরিচালনায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় ও  তোররা হাফেজিয়া  উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

‎এ সময় পৃথক দুটি বিদ্যালয়ের মধ্যে কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় সভাপতিত্ব করেন ঐ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম ও তোররা হাফেজিয়া  উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ঐ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক মো. রিয়াজুল ইসলাম কাদেরী । প্রধান অতিত্থি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মো. মোজাম্মেল শেখ।

‎এছাড়াও অনুষ্ঠানে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বক্তব্য প্রদান করেন।

‎এ সময় দুটি প্রতিষ্ঠানের কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ে ১২০ জন ও তোররা হাফেজিয়া উচ্চ বিদ্যালয়ে ১৩০  জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‎বক্তারা জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা ও জিংক চালের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ নানান বিষয়ে আলোচনা করেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাস ২৫ দিনে কোরআনের হাফেজ হলো শাহরাস্তির তানভীর

‎হরিপুরে জিংক ধানের পুষ্টিসমৃদ্ধ প্রচারে স্কুল সেনসিটাইজেসন অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১২:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টের আওতায় ‘জিংক ধানের পুষ্টিসমৃদ্ধ প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৭ জুলাই) আরডিআরএস (RDRS-বাংলাদেশ) এর আয়োজনে ও মোজাম্মেল শেখ এর পরিচালনায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় ও  তোররা হাফেজিয়া  উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

‎এ সময় পৃথক দুটি বিদ্যালয়ের মধ্যে কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় সভাপতিত্ব করেন ঐ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম ও তোররা হাফেজিয়া  উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ঐ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক মো. রিয়াজুল ইসলাম কাদেরী । প্রধান অতিত্থি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মো. মোজাম্মেল শেখ।

‎এছাড়াও অনুষ্ঠানে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বক্তব্য প্রদান করেন।

‎এ সময় দুটি প্রতিষ্ঠানের কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ে ১২০ জন ও তোররা হাফেজিয়া উচ্চ বিদ্যালয়ে ১৩০  জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‎বক্তারা জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা ও জিংক চালের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ নানান বিষয়ে আলোচনা করেন।