
বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Your Story Can Save a Life” — যার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় সবার প্রতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মকবুল হোসেন (মুকুল)।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তুষার মোল্লা, চাইল্ড কেয়ার সুপারভাইজার।
এছাড়াও উপস্থিত ছিলেন:
আবু হুচ্ছাম সিদ্দিকী, ইসিসিডি অফিসার
জাহাঙ্গীর হাসান ও সুবল বিশ্বাস, সুইমিং সুপারভাইজার
সাবিনা আক্তার, সামিরা বেগম, দুর্জয় সিংহ, সুলতান মাহমুদ সিজার ও বাবুল মিয়া, চাইল্ড কেয়ার সুপারভাইজার (নাসিরনগর শাখা)অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ৩৬ জন সাঁতার প্রশিক্ষক, যারা নাসিরনগরের ৬টি ইউনিয়নের ১৮টি অবকাঠামোর মাধ্যমে শিশুদের নিয়মিত সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়, যা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা তাদের বক্তব্যে শিশুদের সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন।