
নোয়াখালী নদনা ইউনিয়নের বাংলা বাজার থেকে দেবপুর সড়কটি বেহাল দশা। প্রায় ১৮ বছর থেকে সড়কটি উন্নায়ন হয় নাই। সড়কটি দিয়ে সিএনজি অথবা অটোরিকশা চলাচলের উপযোগী না,প্রতিদিন ঘটে দুর্ঘটনা।অসুস্থ কোন রোগীকে সঠিক সময় নিতে পারে না হসপিটাল এবং মাদ্রাসা ও স্কুল,কলেজ এর ছাএ ছাএীরা ভয়ে সিএনজি এবং অটোরিকশা করে চলাচল করতে পারে না যেত হয় হেঁটে হেঁটে তাই দুরবোগে পড়েছে মাদ্রাসা ও স্কুল, কলেজের ছাত্র ছাএী ও এলাকা বাসিন্দারা। তাদের দাবি দ্রুত যেনো সড়কটি উন্নায়ন হয়।