
আগামী ৫ আগস্ট ২৫ তারিখে দিবসটি পালিত হবে—যে দিন গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল।
সোমবার, ২৮ জুলাই অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাহউদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন দুলাল, ইউছুপ নিজামী, মোরসালিন, সালেহ আহম্মদ ছলু, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, জহুরুল আলম জহুর, আজাদ কমিশনার, নাজমুন নাহার নেলী, কাজী এনামুল বারী, আবু জাফর, আলাউদ্দিন মাসুম, ফজল করিম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক স্মরণীয় দিন। এ দিন ছাত্র-জনতার মিলিত প্রতিবাদ ও সংগ্রামের ফলেই একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই দিনটিকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বক্তারা আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সীতাকুণ্ডেও গণতান্ত্রিক উপায়ে দিবসটি পালন করা হবে।