০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ১০ লাখ টাকার শুল্ক ফাঁকির সিগারেট জব্দ, একজন আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকির বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কাস্টমসের যৌথ অভিযানকারী দল।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার জোরামতল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা সংস্থা (NSI)-এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক গুদামঘর থেকে ‘এক্সপ্রেস’ ব্র্যান্ডের ১৭ কার্টন (মোট ১ লক্ষ ৭০ হাজার শলাকা) সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা।
উল্লেখযোগ্য, এসব সিগারেটের প্যাকেটে সরকারি ব্যান্ডরোল ছিল না, যা শুল্ক ফাঁকির সুস্পষ্ট প্রমাণ হিসেবে ধরা হয়।

অভিযান শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন,
“জব্দকৃত সিগারেটগুলো অবৈধভাবে বাজারজাত করার চেষ্টা চলছিল। একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

অভিযানে কাস্টমস কর্মকর্তারা ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মেলান্দহ-মাদারগঞ্জ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার বেড়েই চলেছে

সীতাকুণ্ডে ১০ লাখ টাকার শুল্ক ফাঁকির সিগারেট জব্দ, একজন আটক

পোস্ট হয়েছেঃ ০৫:১৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকির বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কাস্টমসের যৌথ অভিযানকারী দল।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার জোরামতল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা সংস্থা (NSI)-এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক গুদামঘর থেকে ‘এক্সপ্রেস’ ব্র্যান্ডের ১৭ কার্টন (মোট ১ লক্ষ ৭০ হাজার শলাকা) সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা।
উল্লেখযোগ্য, এসব সিগারেটের প্যাকেটে সরকারি ব্যান্ডরোল ছিল না, যা শুল্ক ফাঁকির সুস্পষ্ট প্রমাণ হিসেবে ধরা হয়।

অভিযান শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন,
“জব্দকৃত সিগারেটগুলো অবৈধভাবে বাজারজাত করার চেষ্টা চলছিল। একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

অভিযানে কাস্টমস কর্মকর্তারা ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।