
দীর্ঘ ১৬০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ আজ মঙ্গলবার (২৯ জুলাই) থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী এই সিদ্ধান্ত দেন।
গতকাল সোমবার দুপুরে উপাচার্য ড. হেলালী সাংবাদিকদের জানান, “শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে, ক্লাস এবং চলমান তদন্ত কার্যক্রম একযোগে চলবে। তাই মঙ্গলবার থেকেই ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।”
২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। রাতেই সংঘর্ষে জড়িতদের পক্ষ নেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরবর্তী সময়ে, চলমান আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ২৫ এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে পদ থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি।
নতুন উপাচার্য ড. মো. মাকসুদ হেলালীর নিয়োগের পর শিক্ষক ও প্রশাসনের মধ্যে একাধিক বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়। আলোচনা ও সমঝোতার মাধ্যমে শিক্ষকরা ধীরে ধীরে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন। তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে সম্মতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরণের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের যৌথভাবে সহযোগিতা কামনা করা হয়েছে।