০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চর রাজিবপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্ট (Performance Based Grant) সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (SETPI) প্রকল্পের আওতায় চর রাজিবপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে চর রাজিবপুর উপজেলার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ২৫ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফজলে এলাহী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন
চর নেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিউল আলম,
সবুজ বাগ আলিম মাদ্রাসার সুপার আজিজুর রহমান,
এবং পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী হুমায়রা জাহান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন,
“এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টি করে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তোমরাই দেশের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও ফজলে এলাহী শিক্ষার্থীদের লেখাপড়া এবং ভবিষ্যত উচ্চশিক্ষা সংক্রান্ত খোঁজখবর নেন। তিনি বলেন,
“আমরা শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো। শিক্ষকরা যদি আন্তরিকভাবে শিক্ষাদান করেন, তাহলে চর Rajibpur-এর মতো পিছিয়ে পড়া অঞ্চলও শিক্ষাক্ষেত্রে অগ্রগামী হবে।”
তিনি আরও বলেন,
“সরকার শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। এখন প্রয়োজন শুধু শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা।”
অনুষ্ঠান শেষে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মেলান্দহ-মাদারগঞ্জ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার বেড়েই চলেছে

চর রাজিবপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

পোস্ট হয়েছেঃ ১০:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্ট (Performance Based Grant) সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (SETPI) প্রকল্পের আওতায় চর রাজিবপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে চর রাজিবপুর উপজেলার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ২৫ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফজলে এলাহী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন
চর নেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিউল আলম,
সবুজ বাগ আলিম মাদ্রাসার সুপার আজিজুর রহমান,
এবং পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী হুমায়রা জাহান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন,
“এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টি করে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তোমরাই দেশের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও ফজলে এলাহী শিক্ষার্থীদের লেখাপড়া এবং ভবিষ্যত উচ্চশিক্ষা সংক্রান্ত খোঁজখবর নেন। তিনি বলেন,
“আমরা শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো। শিক্ষকরা যদি আন্তরিকভাবে শিক্ষাদান করেন, তাহলে চর Rajibpur-এর মতো পিছিয়ে পড়া অঞ্চলও শিক্ষাক্ষেত্রে অগ্রগামী হবে।”
তিনি আরও বলেন,
“সরকার শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। এখন প্রয়োজন শুধু শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা।”
অনুষ্ঠান শেষে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।