
নেত্রকোনা র মদন উপজেলায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বপ্ন পূড়লো এইসএসসি পরীক্ষার্থী নিরবের।
শনিবার(২৬ শে জুলাই)বিকালে উপজেলার চানগাও ইউনিয়নের মৈধাম গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। আহত শিক্ষার্থী নিরব আয়তুল মিয়া ছেলে।
জানা যায়, বিকেলে নিরব তার বড় বোনের বিয়ের দাওয়াত দিতে পাশের বাড়ি বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন।এমন সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে পড়ে থাকলে সেখানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়।তখন তার সাথে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন।তরে পরিবারের লোকজনের দাবি,পল্লী বিদ্যুতের লোকজনের গাফিলতির কারণে নিরবের এই অবস্থা হয়েছে।
এ বিষয়ে নিরবের বাবা ও স্থানীয় কয়েকজন বলেন, দুই তিন দিন আগে থেকে পল্লী বিদ্যুতের এই তারটি পড়ে আছে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের অফিসে ফোনের মাধ্যমে অভিযোগ করা হয়েছে কিন্তু তিন দিন পার হয়ে গেল পল্লী বিদ্যুতের লোকজন কোন ব্যবস্থা নেই নাই।তার ফলেই নিরবের আজ এই অবস্থা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।