
খাগড়াছড়ির মানিকছড়িতে সুশাসন প্রতিষ্ঠা এবং কৃষকের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে অংশীদারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসারের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহাকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উথোয়াইপ্রু মারমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ, জুয়েল মনি পাল ও সার ডিলার এসএম জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভায় সুশাসন প্রতিষ্ঠা এবং কৃষকদের জন্য সরকারি পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা, কৃষক ও অন্যান্য স্টেকহোল্ডাররা অংশ নেন।