
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৬ টি প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীদের শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনের জন্য পারফরম্যান্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় ২০২৩-২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ( USBA) এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA) এর জন্য পুরস্কার প্রাপ্তি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বুধবার সকাল সাড়ে ১১ টায় ৩০ শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হল রুমে, উপজেলা একাডেমিক সুপার সুপারভাইজার মোসলেম উদ্দিন এর সঞ্চালনায় জেলা শিক্ষা অফিসার, মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালে মোহাম্মদ হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, মোহাম্মদ আব্দুল কাদের বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থী হল পরিবার ও সমাজের একটি মূল্যবান সম্পদ। যদি বাৎসরিক এই পুরস্কার বিতরণ দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা আগ্রহ আরো বৃদ্ধি হয়। পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণার সহায়ক হিসেবে কাজ করে।তাই শিক্ষার্থীদের ভালো করার পেছনে পরিবার ও শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনীর বক্তব্যের মধ্যে অনুষ্ঠানটি শেষ হয়।