
৭১ এ স্বাধীনতা সংগ্রামের সময়ের মানবতাবাদী বিরোধী অপরাধের দায়ে আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত আখাউড়ার মোবারক হাজী খালাস পেয়েছেন। মোবারক হাজী অত্র উপজেলার মোগড়া ইউপির নয়াদিল গ্রামের বাসিন্দা। ১৯৭১ সনে স্বাধীনতা সংগ্রামের সময় টানমান্দাইল গনহত্যার দায়ে এ মৃত্যু দন্ড দিয়েছে আদালত।
মোবারক হোসেনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর মধ্যে একটিতে তাকে মৃত্যুদণ্ড ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল। রায়ে উল্লেখ ছিল, ১৯৭১ সালে মোবারক রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। পরে তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ২০১২ সাল পর্যন্ত আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে আপিল বিভাগের রায়ে সব অভিযোগ থেকে খালাস পাওয়ায় এখন তিনি মুক্ত।