
রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশাল জনসভা অনুষ্টিত হয়। বুধবার (৩০ জুলাই ) বিকেলে ধর্মপাশা উপজেলা সদরে মধ্যবাজারে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরন করেন জননেতা আনিসুল হক।
জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রো এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জননেতা আনিসুল হক। প্রধান বক্তা আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: বাদল মিয়া, মধ্যনগর আহবায়ক কমিটির ৩য় যুগ্ন আহবায়ক ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফসারুল আলম চন্দপীর, ইকবাল হোসেন মন্টু, রতন আশরাফ, লাল মিয়া, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, ধর্মপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক নয়ন মিয়া, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক হারুন ওর রশীদ সরকার, কৃষক দলের আহবায়ক ফারুক আহমেদ
, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহম্মেদ। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের আহবায়ক নাজমুল ইসলাম তপু, ধর্মপাশা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, হাওরকে বাঁদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, কৃ্ষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।