
নওগাঁর পোরশায় ধর্ষণ মামলায় আবুল হাসান (৩৪) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঠনঠনিয়াপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। শুক্রবার (১ আগস্ট) তেঁতুলিয়া গ্রামের গৃহবধূ আবুল হাসানের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করলে থানা পুলিশ তাকে পোরশা মিনাবাজার ন্যাশনাল ড্রাগ হাউস থেকে আটক করে।
মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য পোরশা মিনা বাজারে আবুল হাসানের ন্যাশনাল ড্রাগ হাউস নামক ওষুধের দোকানের চেম্বার যান। এসময় জনক ওই নারী আবুল হাসানকে তার সমস্যার কথা বললে তিনি ওই নারীকে তার চেম্বারের ভিতরে নিয়ে গিয়ে প্রেসার মাপা, ডায়াবেটিস, জরায়ুতে টিউমার ও যৌনাঙ্গে ঘা হয়েছে বলে বেডে শুইতে বলেন। এসময় পল্লী চিকিৎক আবুল হাসান বিভিন তাল বাহানায় সরলতার সুযোগে চিকিৎসার বেডেে তার ইচ্ছার বিরুদ্ধ জোর করে ধর্ষণ করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিটু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করছন।