
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর চওড়াটারী এলাকায় সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত মাসের (২৪ জুলাই) বিকেল ৪ টা নাগাদ উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন দুর্গাপুর চওড়াটারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আদিতমারীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
অভিযানে বি. আর. এস রেকর্ড ভুক্ত ০.০৯ একর সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়। উচ্ছেদকৃত রাস্তার অবস্থান দুর্গাপুর মৌজায় বি.আর.এস খতিয়ান নম্বর-১ এবং দাগ নম্বর ৬৯১ এর আওতাভুক্ত। রাম্তাটি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।
এ সময় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি বাড়ির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এইসব স্থাপনা দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার ওপর নির্মিত ছিল। অভিযানে কোন ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মৌজার চওড়াটারী গ্রামের আজিজুল ইসলামের বাড়ির পাশ দিয়ে গ্রাম বাসীর চলাচলের জন্য একটি সরকারি বি.আর.এস রেকর্ড ভুক্ত রাস্তা রয়েছে। কিন্তু ওই গ্রামের মৃত নুরুজ্জামলের ছেলে শফিকুল সরকারি ওই রাস্তার প্রায় ০.০৯ একর জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন। এ নিয়ে গত মাসের ২৩ জুলাই বেশ কয়েকটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। যার ফলে নড়েচড়ে উঠে প্রশাসন এবং পরিচালিত হয় উচ্ছেদ অভিযান।
অভিযান শেষে আদিতমারীর সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, “সরকারি সম্পত্তির ওপর অবৈধ দখলদারিত্ব কোনভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে”। স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছে।