
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ই আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ সফল করা এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে ১ আগস্ট বিকেলে মালঞ্চ আল-আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর মেলান্দহ-মাদারগঞ্জ)-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব জনাব মোঃ শান্ত ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বক্তারা বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মো: আশরাফুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক,সিনিয়র সহসভাপতি মো: আনিছুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মো: রন্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: আমজাদ হোসেন,সহ- সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ আলী নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, যে নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম,মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে থাকার কথা জানা যায়। আশরাফুল আলম মালঞ্চ আল-আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার ইংরেজী বিষয়ের শিক্ষক হিসেব কর্তব্যরত আছেন।