
বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি সম্প্রসারণ প্রকল্পের
আওতায় সিরাজজগঞ্জের কাজিপুরে পাট চাষিদের মাঠ দিবস২০২৫ অনুষ্ঠিত হয়েছে।২ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর এর আয়োজনে উপজেলার চরাঞ্চলের মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি গ্রামে কৃষক পর্যায়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন অত্র প্রকল্পের পিডি কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র হর্টিকালচারিস্ট মোঃ শহিদুল ইসলাম,অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ আনোয়ার সাদাত, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহিন আলম,ইসফাকুল কবির, কামরুন্নাহার ও কৃষক আবু সাইদ জ্যোতি।এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
চরাঞ্চলের দুই শতাধিক পাটচাষিদের নিয়ে অনুষ্ঠিত ‘মাঠ দিবসে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়া, উৎপাদন বৃদ্ধি এবং পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করার উপর আলোকপাত করে।এছাড়া কৃষকদের মধ্যে নতুন জাতের পাট চাষ ও পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা , পাট চাষের বিভিন্ন কৌশল, যেমন – উন্নত পদ্ধতিতে পাট জাগ দেওয়া, রোগবালাই দমন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।