
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট (শনিবার) দুপুরে উপজেলার ৮ নং চরগিরিশ ইউনিয়ন চরগিরিশ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পদক জিয়াউল হকের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস।
প্রধান বক্তা ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, নাসির উদ্দিন রতন
সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু, সাবেক ছাত্রনেতা আল আমিন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, সদস্য সচিব আশিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মনসুর নগর ও চরগিরিস ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।