
রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী নুরুন্নেছা কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে। এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা পাঠদান পরিচালনা, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক কর্মকান্ড-গান, নাচ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন , বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলার ব্যবস্থা রয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য নুরুন্নেছা কলেজ রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জের মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।১৯৭১ সালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে শিক্ষার আলো জ্বালানোর উদ্দেশ্যে আলহাজ্ব কবির উদ্দিন আহমেদ হুমাযুন মিয়া ও এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ মিলে দাউদপুর ইউনিয়নে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম বছরে অর্থাৎ ১৯৭২ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী মোশারফ হোসেন ভূঁইয়া পঞ্চম স্থান অধিকার করে ঢাকা শিক্ষা বোর্ডসহ এলাকায় নজির সৃষ্টি । সময়ের প্রেক্ষাপটে জনাব মোশারফ হোসেন ভূঁইয়া বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সচিব ছিলেন। পরবর্তীতে ১৯৯৮ ইংরেজি সালে সরকারি ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তর ঘটে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জনাব পুলিন বিহারী বড়ুয়া। এই কলেজ থেকে অনেক শিক্ষার্থী পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্হায নিয়োজিত আছে। ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই দাউদপুর ইউনিয়নের স্থাপিত সকল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালেরএসএসসি পরীক্ষায় পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের নুরুন্নেছা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তির জন্য আহ্বান জানানো হচ্ছে।
ভর্তির ক্ষেত্রে নুরুন্নেছা কলেজে বিভিন্ন সুযোগ-সুবিতে বিদ্যমান রয়েছে।
ভর্তির জন্য যোগাযোগ –
কলেজ ভবনের দ্বিতীয় তলা।
অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া
এক্টিং প্রিন্সিপাল
০১৯১১ ৭০ ৭৩ ৯২