
রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নওলামারী খাপালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও মৃত আরিফ মোল্লা’র ছেলে তামিম মোল্লা (১৫)। নিহত আরিফ নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের ছেলে আজিম প্রামানিক (১৬)। সে এবছরই এসএসসি পরীক্ষা দিয়েছেন। একই হাফিজুল প্রামানিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪), ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)। আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, বজ্রপাতে নিহত ও আহতরা নিকটাত্মীয় এবং প্রতিবেশী ছিলেন।হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের মা ফিরোজা খাতুন জানান, “আমার ভাবী আনোয়ারা বেগম সকালে পাট জাগ দেওয়ার জন্য আমার ছেলে সৌরভ, তার ছেলে আজিম, প্রতিবেশী তামিম এবং হোসাইনকে নিয়ে নওলামারী খাপালে পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।” পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরতদের মাধ্যমে জানা যায়, “বজ্রপাতের আঘাতে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”