
লালমোহন পৌরসদরে অবস্থিত ইসলামিয়া মেডিকেল ফার্মেসি তে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ জব্দ করা হয় এবং ফার্মেসির বিরুদ্ধে ওষুধ নিয়ন্ত্রণ আইন ১৯৪০ এর ধারায় ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। ওষুধের ক্ষেত্রে শিথিলতা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।” স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং নিয়মিত নজরদারির দাবি জানান।