০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মানে লালমোহনে সংবর্ধনা

  • Abdur Razzak
  • পোস্ট হয়েছেঃ ০৬:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 13

ভোলা জেলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করে এবার শুধু কৃতী শিক্ষার্থীই নয়, তাদের অভিভাবকদেরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছে। সোমবার (৪ আগস্ট) প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত হয় এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে এবছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। সভাপতিত্ব করেন গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিল।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মো. শাহীন আলম সুমন, মাওলানা শরীফ উল্যাহ, মো. বরকতউল্যাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকেরা।বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই কৃতী শিক্ষার্থীরা প্রকৃত মেধার প্রতীক। বর্তমান সময়ে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় আসক্তির কারণে শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। তারা বলেন, বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় যে ধ্বংস নেমে এসেছিল, তা থেকে উত্তরণের পথ হলো সঠিক মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা গ্রহণ। এবছর যেভাবে পরীক্ষা পরিচালিত হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষার মান বৃদ্ধি পাবে।অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়া শিবগঞ্জের মোকামতলা ভাগখোলা থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মানে লালমোহনে সংবর্ধনা

পোস্ট হয়েছেঃ ০৬:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

ভোলা জেলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করে এবার শুধু কৃতী শিক্ষার্থীই নয়, তাদের অভিভাবকদেরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছে। সোমবার (৪ আগস্ট) প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত হয় এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে এবছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। সভাপতিত্ব করেন গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিল।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মো. শাহীন আলম সুমন, মাওলানা শরীফ উল্যাহ, মো. বরকতউল্যাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকেরা।বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই কৃতী শিক্ষার্থীরা প্রকৃত মেধার প্রতীক। বর্তমান সময়ে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় আসক্তির কারণে শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। তারা বলেন, বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় যে ধ্বংস নেমে এসেছিল, তা থেকে উত্তরণের পথ হলো সঠিক মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা গ্রহণ। এবছর যেভাবে পরীক্ষা পরিচালিত হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষার মান বৃদ্ধি পাবে।অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক।