
নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় অভ্যুত্থানের নিহত শহীদদের স্মরণ। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জে’র নিহত ৭ জন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় তাদের। আজ সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল সরকারি দপ্তরের পক্ষ থেকে জুলাই শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করা হয়। এছাড়াও শহীদদের স্মরণ করে রাখতে ৭ জন শহীদের নামে ৭টি বৃক্ষরোপণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য ও আহতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধান গণ,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।