১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা

 ২৫ মার্চ ভয়াল রাতে সমগ্র দেশে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যযজ্ঞ, লুণ্ঠন ও নির্যাতন চালানোর বাস্তব গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।
সোমবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা পারভীন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক আবু জাফর মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। প্রধান শিক্ষক রুকসানা পারভীন বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার গল্পগুলো অডিও-ভিডিওর মাধ্যমে ডিজিটালি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তাহলে এটি এক সময় অনেক বড় সম্পদে রূপান্তরিত হবে। এতে আমাদের পূর্ব পুরুষদের বীরত্বগাঁথার গল্প ভবিষ্যত প্রজন্মও জানতে পারবে।
অনুষ্ঠানে মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানদার বাহিনী বাঙালি নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গণহত্যা ও নির্যাতন চালায়। এরপর দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়। এখনো এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি তাঁর স্মৃতিচারণে তৎকালীন জেনারেল মিলিটারি পুলিশ কিভাবে ২৫ মার্চের দিন তাঁদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন তাঁর বর্ণনা করেন।
পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

চারঘাট ও বাঘা উপজেলা বিএনপির আগামী ৫ আগষ্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

লালমনিরহাটে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা

পোস্ট হয়েছেঃ ০৮:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
 ২৫ মার্চ ভয়াল রাতে সমগ্র দেশে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যযজ্ঞ, লুণ্ঠন ও নির্যাতন চালানোর বাস্তব গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।
সোমবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা পারভীন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক আবু জাফর মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। প্রধান শিক্ষক রুকসানা পারভীন বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার গল্পগুলো অডিও-ভিডিওর মাধ্যমে ডিজিটালি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তাহলে এটি এক সময় অনেক বড় সম্পদে রূপান্তরিত হবে। এতে আমাদের পূর্ব পুরুষদের বীরত্বগাঁথার গল্প ভবিষ্যত প্রজন্মও জানতে পারবে।
অনুষ্ঠানে মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানদার বাহিনী বাঙালি নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গণহত্যা ও নির্যাতন চালায়। এরপর দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়। এখনো এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি তাঁর স্মৃতিচারণে তৎকালীন জেনারেল মিলিটারি পুলিশ কিভাবে ২৫ মার্চের দিন তাঁদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন তাঁর বর্ণনা করেন।
পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।