
২ আগষ্ট (শনিবার) রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ এর বাড়ির পাশে ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম (বিকুল) এর সভাপতিত্বে বিকেল ৩:৩০ মিনিটে আগামী ৫ আগষ্ট বর্নাঢ্য ও জাঁকজমক পূর্ন ভাবে পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
উক্ত অনুষ্ঠানে বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন বলেন গত ১৬ বছর সরকারি দলের সঙ্গে লড়াই করে উৎখাত করেছি আর কোথাকার এনসিপি যাদের চাল নেই চুলো নেই নিবন্ধন ও নেই তাদের কে নিয়ে ভাবনারও কিছু নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন সামনে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আমাদের নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা সাধারণ মানুষ কে বুঝাতে হবে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, যারা অন্যায় করছে চাঁদাবাজি করছে জবরদখল করছে ঐসব লুটেরাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
তিনি আরও বলেন স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসররা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই জন্য নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান।
তিনি আরও বলেন স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসররা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই জন্য নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফি।