
হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে কারখানা মালিকগুলো পালিয়ে গেছে। শ্রমিকদের কথা চিন্তাও করেনি তারা। তবু যে কারখানাগুলো বন্ধ হয়েছে সেগুলো পরিচালিত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
সাভারে শহীদ শ্রমিকদের স্মরণে শনিবার বিকেলে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ পালন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সাখাওয়াত আরও বলেন, বিভিন্ন ব্যাংক থেকে টাকা নেওয়ায় ব্যাংকগুলো আর টাকা না দিতে রাজি না হওয়ায় কারখানা গুলো বন্ধ আছে। তবে আমরা পরিচালিত করতে ব্যবস্থা নিচ্ছি বলেও জানান তিনি।
এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে তিনি কোন মালিকপক্ষ শ্রমিকদের কালো তালিকাভুক্ত করতে পারবে না বলেন। তবে কথায় কথায় মন্ত্রণালয় ঘেরাও ও কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান শ্রমিকদের । যৌক্তিক আন্দোলনে প্রয়োজনে শ্রমিকদের সাথে তিনি রাজপথে থাকবেন বলে জানান তিনি।
এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শেষে আহত শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।