০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে উত্তেজনা, ডিম নিক্ষেপ বগুড়ায় হত্যা মামলায় পরিবহন নেতা আমিনুল ৫ দিনের রিমান্ডে

বগুড়ার বহুল আলোচিত পরিবহন নেতা ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামকে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন যুবক তার দিকে পঁচা ডিম ছোড়ে।
গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন বিচারক মেহেদী হাসান। একই ঘটনায় নিহত সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় আমিনুলকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, দুর্নীতি ও মারধরসহ অন্তত ২১টি মামলা বিচারাধীন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া ৯টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
গোয়েন্দা পুলিশের বগুড়া ইউনিটের ইনচার্জ ইকবাল বাহার বলেন, “কড়া নিরাপত্তায় আমিনুলকে আদালতে হাজির করা হয়। বাইরে কিছু উত্তেজিত যুবক শোরগোল করে এবং ডিম ছোড়ে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
গত শনিবার রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। ৫০ বছর বয়সী আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাবেক নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামে মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আদালতে উত্তেজনা, ডিম নিক্ষেপ বগুড়ায় হত্যা মামলায় পরিবহন নেতা আমিনুল ৫ দিনের রিমান্ডে

পোস্ট হয়েছেঃ ০১:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
বগুড়ার বহুল আলোচিত পরিবহন নেতা ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামকে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন যুবক তার দিকে পঁচা ডিম ছোড়ে।
গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন বিচারক মেহেদী হাসান। একই ঘটনায় নিহত সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় আমিনুলকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, দুর্নীতি ও মারধরসহ অন্তত ২১টি মামলা বিচারাধীন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া ৯টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
গোয়েন্দা পুলিশের বগুড়া ইউনিটের ইনচার্জ ইকবাল বাহার বলেন, “কড়া নিরাপত্তায় আমিনুলকে আদালতে হাজির করা হয়। বাইরে কিছু উত্তেজিত যুবক শোরগোল করে এবং ডিম ছোড়ে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
গত শনিবার রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। ৫০ বছর বয়সী আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাবেক নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন।