
কিশোরগঞ্জের হোসেনপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও কর্মদক্ষতার জন্য এধরনের পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের উৎসাহিত করা হবে বলে অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।