
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।
সোমবার (২২ জুলাই) রাত ৩টার দিকে তাদের শেরপুর উপজেলার গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. শাকিল আহমেদ (২২) এবং একই এলাকার মৃত মেহের আলী আকন্দের ছেলে ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রইচ উদ্দিন আকন্দ (৫৪)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।