
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ডাকবাংলা বাজারের সরকার এন্টারপ্রাইজের একটি ঘর থেকে নেচারুদ্দিন (৪০) নামে এক চাতাল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নেচারুদ্দিনের গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার কান্দি গ্রামে। মৃত্যুর কারণ নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলছেন এটি আত্মহত্যা, আবার কেউ কেউ সন্দেহ করছেন এটি পরিকল্পিত হত্যা।
নেচারুদ্দিনের স্ত্রী দিপালী বেগম এ ব্যাপারে সরাসরি অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এটা আত্মহত্যা নয়।” তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। নিহত পরিবারের সদস্য শেফালি বেগম অভিযোগ করে বলেন,টাকা লেনদেন বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নেচারুদ্দিনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। এ বিষয়ে সদর সার্কেল আল ইমরান বলেন, “মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”