০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ডোবায় ভাসছিল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ

  • মোঃ ইসমাইল
  • পোস্ট হয়েছেঃ ০৬:২২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 38
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবা থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃদ্ধা মর্জিনা বেগম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা পূর্বপাড়া গ্রামের মৃত তোবারেক শেখের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম নামে ওই বৃদ্ধা নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাঁকা পূর্ব পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন এবং উপজেলার সব এলাকায় মাইকিং করেন। এরপরও তখন তার সন্ধান মেলেনি। এর তিন দিন পর রোববার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশে থাকা ডোবায় মর্জিনা নামে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানায় খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এছাড়া ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামে মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নড়াইলে ডোবায় ভাসছিল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ

পোস্ট হয়েছেঃ ০৬:২২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবা থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃদ্ধা মর্জিনা বেগম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা পূর্বপাড়া গ্রামের মৃত তোবারেক শেখের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম নামে ওই বৃদ্ধা নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাঁকা পূর্ব পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন এবং উপজেলার সব এলাকায় মাইকিং করেন। এরপরও তখন তার সন্ধান মেলেনি। এর তিন দিন পর রোববার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশে থাকা ডোবায় মর্জিনা নামে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানায় খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এছাড়া ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।