০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা’য় ছাত্রদলের কমিটি ঘোষণা’র পরপরই পদত্যাগের হিড়িক

  • Md Himon ahommed
  • পোস্ট হয়েছেঃ ০৪:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 107
ইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পরপরই কমিটির দুই শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন কমিটির সিনিয়র সহ-সভাপতি রায়হান মাহমুদ রাহুল ও সহ-সভাপতি তৈয়ব আলী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে রায়হান মাহমুদ রাহুল অভিযোগ করেন, ‘এই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বেশিরভাগ সদস্য ছাত্রদলে তারিখের পর যুক্ত হয়েছেন। এমনকি যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক পদে ছাত্রলীগ থেকে আসা ব্যক্তিদেরও রাখা হয়েছে। আমরা যারা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছি, সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন করেছি, তারাই আজ সেই ছাত্রলীগীদের নেতৃত্ব মেনে নিচ্ছি—এটি আমাদের জন্য চরম লজ্জার ও অপমানজনক। তাই আমি সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছি।’
কমিটির আরেক সহ-সভাপতি তৈয়ব আলী বলেন, ‘জুলাই মাসে ফুলছড়িতে ছাত্রদের ঐক্যবদ্ধ করে ছাত্র-জনতার আন্দোলন গড়ে তোলার অন্যতম সংগঠক ছিলাম আমি। অথচ এই কমিটিতে জায়গা পেয়েছে এমন কিছু মানুষ, যাদের পাঁচ তারিখের আগেও বিএনপির রাজনীতিতে দেখিনি। যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তারাই আজ নেতৃত্বে—এটি অত্যন্ত হতাশাজনক। তাই আমি ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’
নবগঠিত এই কমিটি নিয়ে স্থানীয় ছাত্রদলের অনেক নেতাকর্মীর মধ্যেও অসন্তোষ দেখা গেছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের ভূমিকা বিবেচনায় না এনে অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আসিফ সাজ্জাদ ছোটন। তিনি বলেন, ‘আমি জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানাই, তারা সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন। ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদল ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলকে অভিনন্দন, তারা আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে।’
এ বিষয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

গাইবান্ধা’য় ছাত্রদলের কমিটি ঘোষণা’র পরপরই পদত্যাগের হিড়িক

পোস্ট হয়েছেঃ ০৪:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
ইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পরপরই কমিটির দুই শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন কমিটির সিনিয়র সহ-সভাপতি রায়হান মাহমুদ রাহুল ও সহ-সভাপতি তৈয়ব আলী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে রায়হান মাহমুদ রাহুল অভিযোগ করেন, ‘এই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বেশিরভাগ সদস্য ছাত্রদলে তারিখের পর যুক্ত হয়েছেন। এমনকি যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক পদে ছাত্রলীগ থেকে আসা ব্যক্তিদেরও রাখা হয়েছে। আমরা যারা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছি, সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন করেছি, তারাই আজ সেই ছাত্রলীগীদের নেতৃত্ব মেনে নিচ্ছি—এটি আমাদের জন্য চরম লজ্জার ও অপমানজনক। তাই আমি সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছি।’
কমিটির আরেক সহ-সভাপতি তৈয়ব আলী বলেন, ‘জুলাই মাসে ফুলছড়িতে ছাত্রদের ঐক্যবদ্ধ করে ছাত্র-জনতার আন্দোলন গড়ে তোলার অন্যতম সংগঠক ছিলাম আমি। অথচ এই কমিটিতে জায়গা পেয়েছে এমন কিছু মানুষ, যাদের পাঁচ তারিখের আগেও বিএনপির রাজনীতিতে দেখিনি। যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তারাই আজ নেতৃত্বে—এটি অত্যন্ত হতাশাজনক। তাই আমি ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’
নবগঠিত এই কমিটি নিয়ে স্থানীয় ছাত্রদলের অনেক নেতাকর্মীর মধ্যেও অসন্তোষ দেখা গেছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের ভূমিকা বিবেচনায় না এনে অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আসিফ সাজ্জাদ ছোটন। তিনি বলেন, ‘আমি জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানাই, তারা সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন। ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদল ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলকে অভিনন্দন, তারা আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে।’
এ বিষয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।