
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান এর কর্মজীবন সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ ২৩ জুলাই (মঙ্গলবার) সকাল ৯.৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ডিসিপ্লিনের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান ব্যক্তি জীবনে অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল ও সদালাপী ছিলেন। শিক্ষক হিসেবে তিনি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কাছে ছিলেন পছন্দনীয়। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনের শুরু থেকে তিনি গবেষণার প্রতি ছিলেন গভীরভাবে অনুরক্ত। কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসরকালীন সময়েও তাঁর মেধা ও অভিজ্ঞতা এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন কাজে লাগাতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতায় প্রস্তুত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান এর অবদান খুলনা বিশ্ববিদ্যালয় ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন সবসময় স্মরণ করবে। শিক্ষকদের কর্মজীবন কখনো শেষ হয় না। অবসর সময়ে তাঁর কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে তিনি আগামী প্রজন্মের জন্য বইপত্র রচনাসহ নানা ধরনের শিক্ষা ও গবেষণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। যা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।
বিদায়ী বক্তব্যে প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান বলেন, আজকের এই দিনটি আমার জন্য গৌরবময় অধ্যায়। শিক্ষকতা জীবনের শেষ পর্যায়ে এসে প্রাপ্তি আমাকে আবেগাপ্লুত করেছে। আমার কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। তার মধ্যে শিক্ষকতা পেশা ছিল অনন্য। ডিসিপ্লিনের শিক্ষার্থীদের প্রতি তিনি বলেন, সময়ের কাজ সময়ে করতে পারলে সফলতা আসবেই। এজন্য বাস্তবসম্মত স্বপ্ন দেখে তা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহতালাত আহমেদ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ’২১ ব্যাচের তাবাস্সুম নূর ও ’২২ ব্যাচের তানভীর। মানপত্র পাঠ করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী লাবণী আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী জারিন তাসনিম স্বর্ণা ও আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, বিদায়ী শিক্ষকের সহধর্মিণী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।