
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ-অসহায় পরিবার এবং প্রতিষ্ঠানের মাঝে গৃহনির্মাণ ও পুনঃনির্মাণ সহায়তা বাবদ ঢেউটিন ও চেক বিতরণ করেছে তিতাস উপজেলা প্রশাসন।গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহদাৎ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সরকার সবসময় অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। এই সহায়তা তাঁদের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।