
ডিএএডি-বাংলাদেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের যৌথ আয়োজনে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে এক সেমিনার আজ ২৩ জুলাই (বুধবার) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এসময় তিনি বলেন, জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের জন্য অনেকদিন থেকেই ডিএএডি-বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী ডিএএডির মাধ্যমে জার্মানিতে পড়াশোনা ও গবেষণার সুযোগ পেয়েছেন। এছাড়াও অনেক দেশ এরকম অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এজন্য বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করতে আমাদের সবসময় ভালো সুযোগটাই বেছে নেওয়া উচিত।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এই ধরনের একটি সেমিনার আয়োজনের জন্য ডিএএডি-বাংলাদেশ এর কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
টেকনিক্যাল সেশনে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ-সুবিধাদির তথ্য তুলে ধরেন ডিএএডি-বাংলাদেশ এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। পরে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।