
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই ২০২৫, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। এতে পাইলটসহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং আশপাশের এলাকায় অবস্থানরত সাধারণ মানুষ হতাহত হন। দুর্ঘটনাটি এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি নিজামউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল শেষে মধ্যমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ রবিউল ইসলাম বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া পরিচালনা করেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।