
কুমিল্লায় সেনাবাহিনী ও RAB -11 পৃথক দুটি যৌথ অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। রোববার দিবাগত রাতে পরিচালিত অভিযানে নগরীর মুরাদপুর এলাকা থেকে মোঃ মোঃ হায়দার বকসী (৩৮)কে আটক করা হয়। এ সময় মোঃ হায়দার বকসী (৩৮) এর অবস্থানরত বাড়ি তল্লাশী করে ৩ টি শটগান, ১ টি রামদা, ১ টি ছুরি, ৩ টি পাসপোর্ট ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপর দিকে পৃথক অন্য একটি অভিযানে একই দিন রাতে সেনাবাহিনী ও RAB-11 এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার নুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মজিবুর রহমান (৪০) নামক ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় মজিবুর রহমান (৪০) এর অবস্থানরত বাড়ি তল্লাশী করে ১ টি শটগান, ১ রাউন্ড গুলি, ১ টি পাসপোর্ট ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হায়দার বকসী (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর গ্রামের মৃত ইদ্রিস বকসীর ছেলে এবং মজিবুর রহমান (৪০) একই থানার নুরপুর গ্রামের মৃত আব্দুল হালিম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটিত করে আসছিল। অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে RAB-11 ও সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।