
ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর কর্মকর্তা সেজে প্র-তারণার অভিযোগে নয়ন (১৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রাম থেকে তাকে আটক করে ঠাকুরগাঁওয়ের অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
নয়ন দীর্ঘদিন ধরে ফেসবুকে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্র-তারণা করছিল। ওই পরিচয়ের আড়ালে সে একাধিক বিয়ে করে, এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায় এবং চুরি, ছি-নতাই ও মা-দক সংক্রান্ত অ-পরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদে নয়ন অ-পরাধ স্বীকার করলে তাকে রাতেই সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।