০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর চেষ্টা, পাইকগাছার ইউপি চেয়ারম্যান ইউনুস আলী আটক

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগ সভাপতি ইউনুস আলী মোড়ল ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা স্থলবন্দর থেকে আটক হয়েছেন। রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে ইমিগ্রেশন চেকপোস্টে অবস্থানকালে তাকে আটক করে স্থলবন্দর পুলিশ।
জানা গেছে, ইউনুস আলী কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের বাসিন্দা এবং আঃ লতিফ মোড়লের পুত্র। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকায় ইউনিয়নবাসী প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। ফলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও পরিষেবা কার্যত স্থবির হয়ে পড়ে।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোমরা স্থলবন্দর পুলিশ ইউনুস আলীকে আটক করে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে বিদ্যমান মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার (২৮ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত স্থায়ী চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

‎ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ভারতে পালানোর চেষ্টা, পাইকগাছার ইউপি চেয়ারম্যান ইউনুস আলী আটক

পোস্ট হয়েছেঃ ০৬:৫৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগ সভাপতি ইউনুস আলী মোড়ল ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা স্থলবন্দর থেকে আটক হয়েছেন। রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে ইমিগ্রেশন চেকপোস্টে অবস্থানকালে তাকে আটক করে স্থলবন্দর পুলিশ।
জানা গেছে, ইউনুস আলী কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের বাসিন্দা এবং আঃ লতিফ মোড়লের পুত্র। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকায় ইউনিয়নবাসী প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। ফলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও পরিষেবা কার্যত স্থবির হয়ে পড়ে।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোমরা স্থলবন্দর পুলিশ ইউনুস আলীকে আটক করে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে বিদ্যমান মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার (২৮ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত স্থায়ী চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছে।