
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় অফিসের সংবাদকক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। তিনি বলেন, “জুলাই আন্দোলন তরুণদের ন্যায়বিচার ও অধিকারের দাবির প্রতিফলন ছিল। কোটা বৈষম্যের বিরুদ্ধে এই তরুণদের প্রতিরোধ পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন চেতনার বাংলাদেশ পেয়েছি, যা আমাদের সবার সৌন্দর্যপূর্ণভাবে গড়ে তোলার দায়িত্ব।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মো. মিজানুর রহমান মিল্টন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন এবং দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।
সভায় গণমাধ্যমকর্মী ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। শুরুতেই জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।