
বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের দুলাল শিকদারের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে দুই পায়ে বুলেটবিদ্ধ জুলাই যোদ্ধা মোঃ সজিব শিকদার (২৪) বাগেরহাটের ফকির হাট সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় আজ ২৮-০৭-২০২৫ তারিখ সকালে মারাত্মক ভাবে আহত হয় এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
সুপরিচিত, দক্ষ ও জনপ্রিয় স্থানীয় ক্রিকেটার মোঃ সজিব সিকদার প্রাণ কোম্পানিতে প্যাস্ট্রি শপ শাখায় চাকুরীরত ছিল। একই দুর্ঘটনায় তার সহকর্মী মাহমুদুর রহমান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
সে মৃত্যুকালে পিতা, মাতা, এক বোন, এক ভাই এবং অসংখ্য ভক্ত ও অনুরক্ত রেখে গিয়েছে।
তাঁর অসময়ের চির প্রস্থানে সাবেক বামনা উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান মামুন সাহেব অত্যন্ত শোকাভি়ভূত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ সজিবকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।